মেঘ কাঁদেনা
তবু বৃষ্টি এসে যখন
ভিজিয়ে দেয় তোমার চোখ
বুঝিনা, বাতাস হয়ে যায় তখন রোয়ানু,
সাগরজলে বাড়ে উচ্ছ্বাস
তারপর পাঁচ ফুট উচ্চতার ঢেউ,
ভাঙ্গে ঘর-বাড়ি, বসত-ভিটা, সুখ-স্বপ্ন...
রোয়ানু, এ কি তোর খেলার ছল !
মধুমাসে এখনো যে গাছ ভরা ফল,
বাড়াসনা আর উদাস চোখের জল !