কলাগাছ তুই,
ইচ্ছে হলেই কাটতে পারি
পৈত্রিক সূত্রে পাওয়া ধারালো বটি
খচাখচ...

বাতাস হলো বায়ু,
সীমানা নির্ধারিত
মলদ্বারে কি এসেছে ?
আটকা ।
রাজা বলেছে-
কান ধরে ওকে বারো বাজা

ধর্মীয় অনুভূতিতে আঘাত !
অপবাদ নয়
প্রাপ্য সাজা !

পাঞ্চার হলেই বা কি চাকা ?
কান ধরে প্রতিবাদে কিছু হয়না,
আমরা হলাম, রাজা ! রাজা !! রাজা !!!