যে নদী এখনো আঁকাবাঁকা
মবিলজলে চলছে তার সভ্যতার বিকাশ,
বাতাসে ধুলোবালি, কার্বনডাইঅক্সাইড...
উঠতি যৌবনে ছিল যার কাঁচা আমের ঘ্রাণ,
ঠোঁটের লিপিস্টিক মুছে গেছে তার কবেই
বুকের ঢেউ-এ এখন নষ্ট হাত, অবৈধ মর্দণ...
স্বাধীন পাঁচ ফোড়নে যার বেবাক চাষ,
গণতন্ত্রের মুড়িঘন্টে তাকে রক্ষা করবে কে ?