সাপের লেজে পা দিয়ে
কলা মাখানো দড়িতে ঝুলছে
গলার পীরিত
একটা-দুইটা-তিনটা-চারটা...
এখনো কি শুনতে চাও
পুরানো কাসুন্দি ঘেঁটে মসনদি ছবক,
পায়ের ধুলোতে যার টিনভর্তি গণতন্ত্র
আর ব্রাশ ফায়ারে উড়ে যাওয়া বাবার
ছিন্ন মগজের মতো একরাশ থকথকে কষ্ট ?
পাইছি তোরে কিংবা খাইছি তোরে নয়,
হৃদয়ের পীরিতে আজ তরমুজি সুবাস
ভালবেসে যত ফালা ফালা সহবাস,
ঠান্ডা মাটির ঘরের সুখকে কেন বলো
ধর্ষনের চাষ !
চিনির রাজ্যে গলাকাটা পিঁপড়ের খুলি
জমছেই,
মিষ্টির হাড়ি নিয়ে বসে আছে প্রজন্ম,
পদ্মা মেঘনা যমুনা এখনো বয়ে চলেছে...