যে গোয়ালিনী দুধে জল মেশায়
মাটির ভাঁড়ে তার টক দই;
ঠাণ্ডা, শীতল অনুভূতিতে
গলাপানি সুখ । তার বাছুরকে ভাগাবে কে ?
তিন বছর পর জানা যায়
বুড়ো বলদের এঁড়ে ষড়যন্ত্র ।
এখন পাঁচ দিন রিমান্ডের চতুর্থ দিনে
যদি মলদ্বারে দেয় ঝালপানি সুখ
তবে এঁড়ে হোলও বলদ হয়ে যাবে নির্ঘাত
আর মিটে যাবে বুড়ো গাই-এর
বাছুর নিধনের সাধ !