ঘরে ঘরে মাগুড়া
কাপড় খুলে নিলামে চড়া
- দু'বাংলার দু'টা পত্রিকার রিপোর্ট;
টক দই-এ পুদিনা বোরহানি,
কয়েকদিন আগে এবং পরে ।

তাল গাছে বাল ঝুলেনা বলে
শেওড়া গাছে ভূতও থাকেনা;
তাহলে
হারামজাদি বলে গালি দেবে কাকে ?
দাঁতমুখ ছিঁচিয়ে উঠে যদি
ছাল-বাকলায় বেঁধে ফেলতে চায়
তবে বাপকে দুষে লাভ নেই ।

কপালের হাড় আর চাচা খাজিনদার,
বাঙালি, তোর ফাটাকেষ্ট এখন শ্মশানে !