লালঘর//
নুন-ভাতে সরিষার তেল
আর কয়েকটা কাঁচামরিচ
মুখরোচক
কে চায় বন্ধ ঘরে পরাধীন ?
তবু ফিতা কেটে শুভ উদ্বোধন হয়
লালঘর নয়
উন্নয়ন
খালাস//
পাখা গজিয়েছে, হাতকড়া পরাও ।
কাঠের হাতুড়ি হাতে সুসজ্জিত পুতুল
আছে টিপটপ চেহারার বাতাবি লেবু
চিঁপা দিলেও রস বের হবেনা
প্রাণ ভিক্ষার অনুমোদনের মালিক রাজা
তবে সেটা যদি হয় জয় বাংলার সাজা !