গমের আটা বড়শিতে লাগিয়ে
ছিপ দিয়ে ধরছি পুঁটি মাছ...
দুপুর গড়িয়ে বিকেল, পেটে ক্ষুধা নেই
ভুলে গেছি মায়ের বকুনি, আব্বার কানমলা
শ্যাওলার ভেতর কালোজল, ঠা ঠা রোদে
লাল চ্যাপটা পুঁটিমাছ, নেশা বাড়ছেই...
দৌড় দৌড়, চেরাকিঘাট থেকে চেঁচানিয়াঘাট
আরো দূরে, আকাশ যেখানে মাটি ছুঁয়েছে;
ঝোপ আর জঙ্গলের মাঝে শেওড়া গাছ
আমাকে টানছে, ওখানে কিসের রহস্য ?
কালো পিচের রাস্তা, ইটের পর ইট
বাস, রিক্সা, অটো, প্রাইভেটের নগর;
হাঁটছি, ভেতরে হাউয়ার ঘর, কিছু নেই !