তোমার লাশ কবর থেকে উঠানো হবে
ফরেনসিক রিপোর্টের জন্য যাবে পরীক্ষাগারে
যারা তোমার ধর্ষনের রিপোর্ট দিতে ভয় পেয়েছিল
তারা এবার শকুনের পাখায় বেঁধে দেবে নীল খাম
তারপর শকুন উড়ে যাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু
পথে আছে ঝড়-ঝাপ্টা, বাঁধা-বিপত্তি, ভয়, অন্ধকার...
ততদিনে যদি পচা গমে ধরে আরো পোকা
সাত তলা থেকে লাফ দিয়ে প্রেমিক আত্মহত্যা করে
বেঁফাস কথা বলে মন্ত্রীর পাছায় বিষফোড়া উঠে
মুজিব কোটের অবমাননায় মানহানির মামলা হয়
তবে সাংবাদিক, মিডিয়াকর্মী নিউজ কভার করতে ছুটবেই
মিটিং-মিছিল শেষ, শাহবাগিদের নাকে সরিষার তেল
সোনার ছেলেদের শরীর কেন যে এভাবে গরম হয়