আরেকবার ফিরে আয় পাক-ইংরেজ,
ইস্পাহানি মির্জাপুরী চা'য়ের সাথে
ভিজিয়ে নিই নাবিস্ক বিস্কুট,
কথা হোক বখতিয়ার খিলজি
বাংলা জয় করতে কতটা ঘোড়া এনেছিল
নীল চাষীর পেটে জমেছে তেলচর্বি
ক্ষুধা নেই তবু ব্যাংকের পাসওয়ার্ডে ভুল
মা কাঁদে, সবাই ভাষাহীন কেন, প্রতিবাদহীন !
ছালাম রফিক বরকতের চোখে ঘৃণা
তিতুমীরের বাঁশের কেল্লায় ঘুণ
রাত পোহালেই বিড়ালীর আয়ু হয়ে যাচ্ছে শকুন
কুড়ি গণ্ডা পেট আর ছাপান্ন হাজার বর্গমাইল
পাঁচ আঙুলে স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য...
আমরা সবাই কুসুম পুরের কদম আলী
লর্ড ক্লাইভ, ইয়াহিয়াকে অন্ততঃ গালি দিতে পারব
কিন্তু স্বদেশী ছিনতাইকারিকে লাথি মারতে পারব না ।