আগের মত খেতে পারিনা, শরীরে তেলচর্বি
মনে পড়ে ভুখা মিছিলের জেল-জুলুম,
শুকনা রুটির স্বাদ ছিল তখন পোলাও কোর্মা এর মতো
কারু আশীর্বাদ নয়, বলো পরিশ্রমের ফসল
আঙুল ফুলে কলাগাছ না হলেও আতা কিংবা গাবগাছ
ময়লা কালোজলেও এখন পরিস্কার দেখা যায়
একজন জনপ্রতিনীধির মুখ, সে কে ?
দেয়ালে লেপটে আছে রঙিন পোস্টার
সমাজ সেবক, দেশ দরদী, আদর্শ সৈনিক
আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী...
গাড়িতে স্টার্ট দেওয়ার আগেই
পোড়া মবিলের গন্ধ; স্পিড ব্রেকার মানিনা
একটা লেবেল চাই এবং পেতে হবে
বুঝলে কেরামত আলী ?