ছা পোষা ময়নার শেখানো বুলিতে
কাঠপিস চোখ, চোরাবালিতে স্থির
ডুবে যাবার আগে চলছে পাখা ঝাপটানি...
উদ্ধার অভিযান কি শেষ ?
বাংলা কৌশলটা হলো-
দু'ঠ্যাংগের মাঝ দিয়ে একটা চিকন বাঁশ
তারপর হিঁ-য়া হো বলে একটা চিৎকার
একের ভেতর দুই, উদ্ধার এবং পুণ্য
তবে শর্ত হলো চব্বিশ ঘন্টা পার হলেও
চ্যাংদোলা করে ছুড়ে মারা যাবেনা ।