চল্লিশের ঘুম মানে ঘুণেধরা স্বপ্ন
জেগে উঠে জলের গেলাস, বাথরুমে ভয়
চশমার কাঁচ মোটা, জানালায় মেঘ
ছাতিম গাছের নিচে কে দাঁড়িয়ে ?
নদীর দূরত্ব বাড়ছে, জলের অভাব স্পষ্ট
খাবারে কোলেস্টোরেল, ডাইনিং টেবিলে পরাজয়
কুমারীতে কল্পসুখ, ব্যর্থতা, ভয়, লজ্জা
বুক ও নিতম্বে শুধু চোখের ক্ষুধা
মাধুরী যৌবনের ইতি, ফসলকাটা মাঠ
চল্লিশ এসে কানে কানে বলে যায়-
সত্যকে খুঁজতে বেরুনোর এখনি সময় ।