জমি দিয়েছি, দয়ার স্বাধীনতা
চাষ করতে পারো সরিষা, আদা, রুসুন, পেয়াজ...
রয়েল বেঙ্গল টাইগার হতে যেওনা
তাহলে ২২ হাতের অনেক হাত'ই হয়ে যাবে অসাড়
থাবা দেওয়ার আগে দু'চোখে কান্দন...
সহজেই ঘাড় মটকে ঝুলিয়ে দেবো
শালা নখ-দন্তহীন ভোঁতা টাইগার
এখনো জানেনা ফাঁদটা কার হাতে !