যে পাঠক এখনো কবিতা পড়ে
আনমনে পাখির ডাকে সকাল
শিশির বিন্দুর মতো নাগরিক কোলাহল
কালো পিচের রাস্তায় গজিয়ে উঠে ঘাস
হাইরাইজ বিল্ডিং এ সোনালী ফসলের স্তুপ
শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত নয়
দু'চোখে কেবলি রূপসী বাংলা
উচ্ছ্বল কিশোরীর দৌড়ে ছুটে চলা
একেবারে কবিতার মতো সুন্দর
হাজার ব্যস্ততার ভিড়ে কবিতার পাঠক