১.
অমাবস্যা ও পূর্ণিমায় গিঁটে গিঁটে ব্যথা
চোখ বন্ধ করলে দুঃস্বপ্নের রাত
হাওয়ায় ভাসিয়ে নীল, ধ্রবতারা সত্য
কবিতারা তখন ঘন্টা বাজাতেই পারে ।
২.
দখিনের খোলা বেলকোনীতে
মিঠারোদে পিঠ লাগিয়ে
নেবো করমচা সুখ
তিন দিন পর জমকালো উদ্বোধন
শ্রম ও ঘামের ফসলে ত্রিশ বছর
নিশীরাতে হঠাৎ ভারী বাতাস
ঝরে পড়ে নিম পাতা...