কাকের ঠ্যাংগে বেঁধে দিলাম উন্নয়ন,
ছাপান্ন হাজার বর্গমাইল ঘুরে
আমেরিকার ফেডারেল ব্যাংক থেকে
হংকং এর জুয়ার আসর ।
টায়ার ও টিউবের কথা থাক
পেট তো আর নেই মাটির কলসী
বড় হতে হতে হতে হতে স্টেইনলেস স্টিল
যত পারো ছাল-বাকলসহ খাও...
নিমিশেই লোহাবাবা, বাংলাদেশ হজম
যেমন হজম হয়ে গেছে গণতন্ত্র ।