১.
হাতির চার পায়ের এক পা
বুকের খাঁচা ভেঙ্গে খামচুর !
পাখির পালকের মতো ভালোবাসা
তোমাকে দিলাম তুলোর আঁচড়ে,
একটুখানি বিরহ কি ট্রাকচাঁপা আগুন ?
জানোনা, ভালোবাসা বাড়ে ওজনে !
২.
এনালগ আমি, ডিজিটালে ভয়
ইট, পাথর, লোহাতে আছে ক্ষয়
হৃদয়পাল্লা মাপতে চাও, মাপো
তবে বাটখারাতে নয় ।