১.
উল্টানো বাস, খাদে পড়ে আছে;
চিৎকার, চেঁচামেচি, মৃত্যু, রক্ত, যন্ত্রনা...
অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তুলছি, ফেসবুকে দেবো;
উদ্ধারের চেয়ে লাইক, কমেন্ট পাওয়া জরুরী
কেউ লাশের উপর পাড়া দিয়ে
মানিব্যাগ, অর্নামেন্ট খুঁজলে অবাক হবো কেন ?
২.
ঘরপোড়া আগুনে এখনো বিড়ি ধরাইনি
ভিড়ের মাঝে কেবল নোংরা পানিতে চোখ রেখেছি
ফায়ার সার্ভিস আসতে বাঁধাপ্রাপ্ত না হলে
পুরো বাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য দেখতে পাবোনা যে !