মালিক যখন মালিক নয়, তখন
সম্পর্কের টানাপোড়েন না থাকলেও
অংশিদারিত্বের হিসেবে আছে বিভেদের দেয়াল ।
মেধা, শ্রম, ভোগ, আর্থিক লেন-দেন
এবং অভিজ্ঞতার শাণিত তলোয়ারে সর্বেসর্বা
তবু বিকৃত মুখে শুনি হিক্কা-হুয়া...
কে আছে ছায়ার মতো করে অদৃশ্য বিচরণ ?
গরু মার্কা ঢেউটিনে উড়োজাহাজ মার্কা আলকাতরা
যত পারো লাগাও, কোন লাভ হবেনা
বিলট্রেড'ই নির্মান করবে আধুনিক বাংলো বাড়ি
যতই বলো, হারামজাদা তোর কপালে দুঃখ আছে ।