ভুলে গেছি
ঘাস ও জলের হাসি,
গুল-নড়ি হাতে
দুপুর গড়ানো বিকেল,
মার্বেল চোখের নিশানা...
তুফানের চায়ের দোকানে তবু
একরাশ নীল, সুতোকাটা ঘুড়ি,
দৌড়াতে দৌড়াতে ক্লান্ত;
তুই সব মনে রেখেছিস !
আমার উঠোনজুড়ে ঘাম
বুকে ইট-পাথরের নদী,
সাঁতরাতে সাঁতরাতে
দিনকে দিন
সব ভুলে গেছি ।