অর্ধেক খাওয়ার পর
দুটো আইসক্রিমের অদল-বদল ।
লালা হলো চৈত্রের খাঁ খাঁ দুপুরে
এক পশলা বৃষ্টি । যতই বলো
ঠোঁটের সাথে লাগাবনা ঠোঁট
কাকের চোখের মতো নির্ঘুম রাত
গলা বুক পিঠে হাত রেখে
দিলাম দীর্ঘ পথের প্রতিশ্রুতি...
তুমি নও ভালোবাসার ঠেলা গাড়ি ।