তখনো ফসল কাটা শেষ হয়নি
দা কুড়াল খুন্তা হাতে
লাল-সবুজের টগবগে যুবক
এগিয়ে যাও সাত কোটি স্বপ্নে
ঢাল তরোয়াল ঘোড়ার খবর থাক
চিচিংগা আলাপনে আছে
খেঁজুর গুড়ের পিঠা
ক্ষুদে কৃমিতে মলদ্বার যখন ঝাঁঝরা
মেনে নিলাম
তলপি-তলপা বেঁধে রাখার খবর
ভুয়া