লাভের গুড়ে বালি, অন্তরে ঘা ।
ভুলে যেতে চাই রাগ, দুঃখ, ক্ষোভ, ঘৃণা
হাসতে হাসতে যত দু'নম্বরী, বিলাসিতা...
এবার মোটাভাতে হোক শরীরে বল, আর্থিক সাশ্রয়
মেনে নিলাম মুলো ও গাজরের পুষ্টি, সহজ পরিপাক
সস্তার তাজা পাঙ্গাশের উপকারি তেল
ভোগের সীমা কি হিমালয়ের চূড়া ?
তাহলে অবস্থান এখন আলুটিলায়,
নিচে নামব, সিঁড়ি কোথায় ?
ঘুষের বাজার অপেক্ষা করছে...
লেবু পাতা মচলিয়ে বানাব গুড়ের সরবত ।