মেনে নিলাম সব দোষ আমার
তবু কথা থেকে যায়, যমুনার ঢেউ-এ
মাথা খারাপ করা অবস্থা
প্রজন্মের পর প্রজন্ম...
সাপের মাথার মণি চুরি করে
অন্ধকারে বসবাস,
বিছানা ও বালিশের দূরত্ব যখন বাড়ছে
তখন চুলের ঘ্রাণে আর কী আসে যায় !
ভূমি কম্পের আগে একটা ফাটল
বাড়তে বাড়তে বাড়তে বাড়তে ধপাস !
তুমি চাইলে চিরকুটে লিখে দিয়ে যাবো
আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।