শীতের কুয়াশা শেষে আমের মুকুলে গুটি
তবু উদ্ভ্রান্ত ভ্রমরের চায় আরো মধু...
সেভেন মার্ডারে যতই হোক টেরোরিস্টের জন্ম
ক্যাঙ্গারু কোর্টে সাংবাদিকের প্রবেশ নিষেধ ।
ভাঙ্গা ঠ্যাং আর মচকানো হাতে
৫০-বার দরজা নক করার পর, না খুললে
বুঝতে হবে তুই রাজাকার হয়ে গেছিস !
রয়ে যাবে ৪৫ বছরে ঘি-এর বাটি না চেনার দুঃখ ।
ভাঙ্গা ঠ্যাং-কে, কে বোঝাবে স্বাধীনতা আজ
পলিটিক্স হয়ে গেছে !