যৌবনের ঢেউ-এ কুমারী প্রেম,
তিন বছরের সংসার হতেই পারে
কুমারের বুক যখন নীল দরিয়া,
ক্লাসিক্যাল নৃত্য শেখাতে আপত্তি নেই
তবে অনেক বড় তারকা হতে হবে ।
লেভেল ওয়ানেই ফুরফুরে হাওয়া
সারা বাংলার ডানাকাটা পরী
স্পাইসি বুকে শুধু আলোর বন্যা
অথচ ভেতরে অদ্ভূত অন্ধকার !
যে যুবকের পাঁজরের হাঁড় নিয়ে গেল
সে কুড়িটি তিল-এর মধ্যে
জরায়ুর তিলটিও খুঁজবে...
তাতে পরীর উড়ে চলা থেমে থাকবেনা ।