রঙিন গেলাসে পানি, রূপেতে নিষিদ্ধ পল্লী
ভোগ শেষে তৃপ্তির হাসি,
দামটা কোথায় বেশি ?
থেকে যায় কোল্ডড্রিংস ভাবনা ।
সারাজীবন কি বেগার খাটব ?
থ্রি নট থ্রি-তে পাকা হাত, আধুনিকেও
উড়িয়ে দিতে পারি মাথার খাপরা !
লাল টাট্টু ঘোড়ায় চেপে আনন্দ সওয়ারী...
পিছনের দরজা দিয়ে পালিয়েছে লক্ষণ সেন ।
এখন মুলো ও পটলওয়ালার বাংলা
চান্স বাইচান্সে মহাব্বতের মাত্রা...
হাইকোর্ট কিংবা সুপ্রীমকোর্ট নয়
মুজিবকোট পরে লাগিয়ে দেবো
গলাকাটা মাথা । কমেন্টে কী আসে যায় ?
সব দোষ শালা ফটোশপওয়ালার !