১) অপঠিত:
আসতে না পারলে এসো না,
কিছু বার্তা থেকে যাক অপঠিত ।
পৃষ্ঠায় মাখানো বিষ, কে পাঠ করছে ইতিহাস ?
হেরেমের দরজা বন্ধ, উঁকি দেবো না ।
সাক্ষী থেকো তুমি আর ভবিষ্যৎ,
তোমাকে পড়ে নেবো চাঁদতারা বার্তায় ।
২) লিপি:
ছিন্নমুল ভালোবাসার নাট্যরূপ,
বেপরোয়া নায়ক, কুমারী চুম্বনে ক্ষত
একটার পর একটা অসহায়, ভাঙ্গন...
নেহায়েত দর্শক আমি; তাতেই
এত কিল, ঘুষি, শ্বাসরোধ, মরণকামড় !
প্রাচীন শিলালিপিতে লেখা ঐতিহাসিক প্রেম,
তোমাকে দিলাম এক শতাব্দী ভালোবাসা
পারলে খোদাই করে রেখো হৃদয়ে মনে মননে...