সারারাত ঘুমাতে পারিনি
বুকের মধ্যে জলছাপ, অস্পষ্ট, চেনা যায়না;
একটা নদী আছে রেখার মতো, তাতে প্রবাহ নেই
অথচ কৌশলী জেলে আমি, মাছ ধরতে জানি ।
রাত পোহালে যদি হয়ে যাও মৎস্য কুমারী
ডাঙ্গাজল থেকে উভচরী,
তাহলে অনায়াসে স্বপ্ন বিকিকিনি...
ঝড় আসবে আজ, বৃষ্টি হবে, বন্যায় ভেসে যাবে নগর
তবু বাড়ি ফিরব না;
হোটেল, রেস্টুরেন্ট কিংবা শপিং মল নয়
প্রকাশ্য রাজপথে মোরগের মতো স্বাধীনতা
লেভেল অব আর্ট-এ হিমালয়ে আরোহণ,
গিনেস বুক রেকর্ডে নাম উঠুক আমাদেরও ।