বাতায়ন খুলে চেয়ে আছে মেঘ...
রোদের উত্তাপ বাড়ছে, বৃষ্টি কি শেষ ?
ড্রয়ারে রেখে দিলাম শীতের ভারি পোশাক,
আরেকটি শীত পাব কিনা, কে জানে !
শরীরে জমেছে তেল চর্বি, এখনো বড় ইলিশে লোভ
টেবিলের নিচে বাম হাত, খালি, ফাকা
তবু হোয়াইট প্লাস এ অবৈধ মিনতি ।
সবার হাতে যখন মেঘ, আমি কেন পিচ গলানো রাজপথ ?
সোহরার্দীর জনসভায় সব ভাড়া করা লোক-সমস্যা কি ?
লাখো মানুষের বালিশের হিসাবে কাজ নেই
জানি শুধু চাকুরী না থাকলে উপরিও থাকেনা !