দরিদ্র অামি । পুকুর চুরি করে
আনতে পারিনা শিতাতপ হাওয়া;
শীত ফুরোলেই পান্তাভাতে নুন,
কাঁচা মরিচের ঝাল আর কত বাড়বে ?
সাধ্য আমার, পাখির ঠোঁটে খড়-কুটো ।
তোমার কপালে এক চিলতে ঘর,
রাজটীকা কোথায় পাবো ?
দুই পয়সার আলতা কিনে
রঙিন করে দিতে পারি পা ।
বুকের জমিন খুলে দিলাম
পা বাড়িয়ে দাও,
নরম মাটিতে ফলুক বারোমেসে ফসল
তবু কোটি টাকার স্বপ্ন চেওনা
আমি তো শুধু শান্তি চেয়েছি !