সর্ষে ফুলে হলুদ কাঁটা, দেখেও
সু-গন্ধে ভ্রমর আসে, গুঞ্জনে কামনা ।
ভেবেছি মধু সংগ্রহে যাবনা ।
ভেন্না পাতার একটা ঘর বানাব
পদ্ম পাতার ছাউনি দিয়ে । চোখ মেললেই
স্রোতস্বীনি নদী, সবুজ ঘাস...
জলের তলে দেখব শুভ্র আকাশ,
ধ্যানমগ্ন ।
দিন শেষে শুধুই নিরামিষ !
প্লিজ, বলোনা
জান্নাতি হুরে আছে রূপের ঝলক,
তাহলে লোকালয় আমাকে টানবেই ।