১) যুবক:
বড্ড ভাল ছেলে, নরম তুলতুলে প্রত্যাশা;
প্রথম শ্রেণিতে প্রথম হয়েও
শুধু বলতে পারেনা জয় বাংলা !
বাথরুমে কোষ্ঠকাঠিন্য, দূর হয়ে যা
বাপের জমিনে গিয়ে লাঙ্গল চালা...
২) আলো:
মুতের সাথে পানিই তো বেরুবে
ধাতু বের না হলেই হলো ।
কিছু যৌবন চায় লাল-সবুজে,
শেষ গোনাহ্ যদি হয় রাত্রি-নিশিথে
তবু ভাল, দেখা হবে মুক্তির মিছিলে ।