কোটি টাকার আয়োজনে চল্লিশ বছর পূর্তি
বিদেশ থেকে এসেছে সু-বক্তা, আম বয়ানে দু'দিন ।
রাস্তা এবং চিঁপা গলিতে অসংখ্য মানুষ, ধুলোবালি
খাবারের দোকানে ভীড়; শো-পিস, ওয়াল ম্যাট পছন্দ ?
ইসলামী নক্সার উপর লেখা দোয়া ও কালাম
তসবিগুলো বিশাল লম্বা
টুপি হিযাব ওড়নার গায়ে নান্দনিক কারুকাজ
বাতাসে কাবাব জিলাপি ভাজার গন্ধ
এরিমাঝে ডাকছে জান্নাতুল মাওয়া, তহুরা, মেসক আম্বার...
জান্নাত আতর হাউজে আপনাকে স্বাগতম
মাইকে তখনো আম বয়ানে উলামায়ে কেরাম-
এলেম ছাড়া আলেম হওয়া যায় না
জাকের নায়েকের কেন ওস্তাদ নাই...