তোকে স্বপ্নে দেখেছি
বলতেই আনন্দে খিলখিল...
কী ভাগ্য, তোকে মনে রেখেছি !
যৌবনের আপেল আর ঠোঁটের কিসমিস,
কতবার খেয়েছে রে তোর বর ?
ভাবিস, স্বপ্ন হলো বুকের গভীরে নদী ?
তারমধ্যে শীতল ঝর্ণা,
কোনদিন শুকাবেনা
ইচ্ছে হলেই ভেজানো যাবে পা
মিথ্যে । সেন্সরহীন তোর বুকে
স্বপ্নের নীতিমালা আদিম,
নিচে নেমে কখন যে খুঁজে নিয়েছে ঝোপ-ঝাড় !
যদিও শিকারে যাওয়া হয়নি একদিনও ।