ফসল উঠেছে, পরিশোধ করেছি দাদনের দেনা;
মেঘের হাসিতে এখন সূর্যের কিরণ !
মোটা ভাত আর মোটা কাপড়ে
পার করা যেত যদি শীত গ্রীষ্ম বর্ষা !
জলিম পাইক এর সওদাগরী ঋণে নেই
গরুর দুধের সর । বিজলি বাতি নিভে রাখলেও
৩৩ টাকায় কেনা ডিজেল ক্রয় করি ৬৮ টাকায় !
পিঠের উপর খাড়া চাবুক, নীল চাষ করতেই হবে,
তা না হলে, উজিরে নাজিরদের পেট ভরাবে কে ?