রোদ উঠেছে, আমের মুকুলে সু-গন্ধ
তিন মাস পর পান করব নতুন ম্যাংগ জুস,
তারপর ব্র্যান্ডেড লেবেলে সারাবছর মার্কেটিং...
পটেটো ক্র্যাকারে আছে মুড়মুড়ে স্বাদ,
পোড়া মুরগি নয়, গ্রিল । ঝাল ফ্রাই এ
বাড়তি স্বাদ হলে টেস্ট পাব কোথায় ?
ইংরেজি জানেনা বলে মা পচা নয়,
পনেরটা স্কুল ঘুরে
হাঁটু মাজা পাঁজর হাড় আজও ব্যথা;
তবু তোকে ইংরেজিটা শেখাতে পেরেছি বাবা !
বিয়ে বাড়িতে চলছে লুঙ্গি ড্যান্স...
টি ভি দর্শকপ্রিয়তায় সেরা সুলতান সুলেমান
অাগ বাড়িয়ে বলোনা, বাংলায় ডাবিং, কী চমৎকার নির্মাণ !