গল্প গান কিংবা কবিতা নয়,
সেলিম সাহেবের আদর্শ ছিল বাস্তব আর
সত্যকে উন্মোচন করা । বেশি কথা বললে
যা হয়, চিন্তা করার সময় থাকেনা ।
ভয় কি, তুমি তো দেবতা নও
যে হাঁটু গেঁড়ে তোমাকে প্রণাম করতে হবে ।
বেশি খেয়েছি বলে রাতের আঁধার ঠেলে
কেন হবে পেট খারাপের বাহানা ?
নিজে নির্বিকার থেকে
ডাক্তারকে অবাক করে দেওয়া যার স্বভাব,
সে কেন মৃত্যুর জন্য থাকবে প্রস্তুত ?
ভোরের আলো ছিল, প্রিয়জন ছিলনা;
হঠাৎ কুয়াশার চাদরে মুখ ঢেকে
এসেছিল আঁধারের মতো মৃত্যু, তারপর ?
আসনটা খালি পড়ে আছে, পাশে বিস্কুটের টিন...
সেলিম সাহেব নেই, ভাবতে পারছিনা !