একবিংশ শতাব্দির সহজ হরফে লেখা-
তুমি আমার বাংলা কবিতা, লাইন বাইলাইন...
কেউ না পড়ুক, আমি পড়ব ।
ঠোঁটে লাগাও গাঢ় লিপিস্টিক, লাল খয়েরী গোলাপি,
শব্দের কারুকাজে এঁকে দেবো উপমা, কাব্যিকতা...
চোখ কি হারিয়ে যাওয়া দীঘি ?
শপিং মল ভালো লাগলে, চলো...
চারতলায় ফুড কোর্ট, আলোর তরঙ্গ;
চাইনিজ, থাই নাকি বাংলা খাবে ?
টম ক্রুজের সিনেমা তোমার এত পছন্দ ?
হৃদয়ের দ্বার খুলে তোমাকে পড়ছি...
পিঠে হাত রেখে কবে বলবে তুমি-
সর্ষেবাঁটা দিয়ে চিতই পিঠা সত্যিই অসাধারন !
একদম বাংলা কবিতার মতো ।