দাঁড়িয়ে আছে লাইনের পর লাইন...
ঝাড়ুদার পদে এম বি এ পাশ আবেদনকারী ।
মাথার উপর তিনশো পাওয়ারের বাল্ব
জ্বলছে নিভছে...
ক্ষুধার অন্নে মৌলিক অধিকার
অর্জন করতে হলে, হিসেব করে এসো
ঘটি বাটি থালা কম্বল আর পৈত্রিক ভিটা;
তারপর গলা ফাটিয়ে বলো, 'জয় বাংলা' !!!
ভাতের থালা হাতে জেগে আছে মা লক্ষ্মী,
প্রিয়তমায় লজ্জা ? মা কিন্তু জেনে গেছে
আহা, ছেলে আমার বড় একজন ঝাড়ুদার হবে !