জল শুকিয়ে গেছে, বৃষ্টি নেই কতদিন,
ভেজা মাটি ফেটে হয়েছে চৌচির;
জমেছে জংলাঘাস, সাপ-খোপ, পাখির বাসা...
বৃষ্টির অপেক্ষায় বৈশাখ জৈষ্ঠ আষাঢ়
অথচ হৃদয়ে জল আছে, টইটম্বুর;
গোসল দেবো, নদী কোথায় ?
হাঁটুজলে নামলে গলাজল টানেনা ।
নদী, কবে সাগর হবে তুমি, উদার ?
অভিমানের জলস্রোত পাবে বিশ্বাসের গভীরতা,
তা না হলে আমিও ফেটে হবো চৌচির
বুকে জমবে জংলাঘাস, মাকড়শা, সাপ-খোপ...