সাদার উপর লাল ক্রিমে লেখা -
"অষ্টম বছর ছুঁয়ে দিলো মুহান্না জারিফ;"
অথচ বুদ্ধির ঢেঁকিতে এখনো চাঁদের হাসি,
মাথায় গাড়ি-খেলনা আর কম্পুটার গেমস;
কার্টুন চ্যানেলে আছে প্রাণের রস,
পড়ালেখা মানে বাড়তি ঝামেলা
ভাল লাগেনা ।
চোখ বন্ধ করলে এখনো দেখি মাঘ মাসের এক রাত,
বৃষ্টি আর ঠান্ডায় জমে যাওয়া শরীর
অথচ ভেতরে অদ্ভূত উষ্ণতা, চিৎকার করে
সারা পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছে করে
আমি বাবা হয়েছি !
তারপর, বাঁধাই করা ছবির উপর একদিন লিখলাম-
বলো, "আমার জন্মের কাছে দায়বদ্ধ আমি
চোখ খুলতেই যখন দেখলাম প্রথম আলো
তখন থেকেই । এই পৃথিবীর সকল সৌন্দর্য
আমার, তা'কে গভীর করে ভালোবাসতে হবে
শতরূপে শতবার"...
নক্সী কাঁথায় জীবনের গল্প, এঁকে যায় ভবিষ্যৎ...