ছেড়ে দিলাম । হাজার হাজার জনতা দেখছে...
পতপত করে উড়ে গেল সাদা কবুতর ।
এ হলো শান্তির পায়রা । বাকী আছে
সভা-সেমিনার, উন্নয়নমূলক কাজ
দরিদ্রের জন্য চিকিৎসা, বৃত্তি, লেখক-বুদ্ধিজীবীর জন্য
সেলামী, তিলকে তাল; চালিয়ে যাও দীর্ঘমেয়াদি...
তসবিটা খুঁজে পাওয়া যাচ্ছেনা, মাথার কালো হিযাব
রঙিন শাড়ির ভাঁজে চাপা পড়েছে পনের বছর,
অথচ এখনো সিজদায় পড়ি, ছবিতে দেখানো হয়না ।
আমলে রক্তের তৃপ্তি, বুনিয়াদ নিপাত যাক,
শকুনের আয়ুতে হবো চিরভাস্বর ।