১) মাঘের বৃষ্টি:
হঠাৎ বৃষ্টির ফোঁটা, বাতাসে শীত
মাঘ মাসের এক হাড় কাঁপানো বিকেল;
প্রস্তুতি, রাতের ঠোঁটে এঁকে দেবো চুম্বন ।
গোলাপ শরীর কাঁটাহীন, পাপড়িতে প্রেম
সু-গন্ধ নদীর জলে সারারাত ডুব-সাঁতার...
বৃষ্টিতে চৈতালি ফসল হোক আশীর্বাদ !
২) লুকোচুরি:
তন্দুরী ভালোবাসার রাত
ঘুম ভেঙ্গে কুয়াশার পাহাড়, ঘন জঙ্গল;
গ্যাসের চুলায় গরম জল, স্নান শেষে চলো
কুঁজো পিঠে বাইশ মন পাথর...
জমানো গরম কাপড়, দোকানির মুখ ভার
৩ দিন বৃষ্টির সাথে কেন হয়না ৭ দিনের নিম্নচাপ ?
শীতের পোশাক সাবাড়, শুধু লাভের হিসাব !
ফুটপাত, বস্তি, দু'চালায় পড়ে আছে দরিদ্র
মেঘ আর আবছায়ায় লুকোচুরি খেলছে সূর্য...