মুখের মধ্যে থুথু জমা রেখেছো বলে
তোমাকে ছোড়ার সুযোগ দেওয়া হবেনা ।
যতো পারো বলো, ডাইনি বুড়ি ডাকিনি...
মুঠো হাতে জালিমের চাবুক, ভয় নেই
বগার ফাঁদে জাল নেই, আছে ৮৫ কেস এ
১২০ দিনের রিমান্ড, মলদ্বারে গরম পানির বোতল...
সবাই এখন নৌকোর খোলে আশ্রয় নিতে ব্যস্ত-
জোব্বাপরা দাড়িওয়ালা, মসজিদের ঈমাম
মাটিফুঁড়ে জেএমবি, অদৃশ্য আই এস, হকদার বান্দা
-সবাই । কারন জান না বাঁচলে ঈমান বাঁচেনা
কেবল কানামাছিরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়
আর স্বপ্ন দ্যাখে আরেকটি স্বাধীনতা দেখার !