কার সাথে কথা বলো মেয়ে ?
দেখলে স্বপ্নেরা ধূসর হয়ে যায় ! মহামারী
ভাবনা এসে গুঁড়িয়ে দেয় আমাকে,
সেটা যদি তুমি বুঝতে !
তোমাকে পাওয়ার জন্য
স্বৈরাচারী আমি, গণতন্ত্রহীন । অন্ধকারে
খুন করতে পারি প্রতিদ্বন্দ্বীকে ।
যতই বলো অন্ধ, লোভি, গোঁড়া আমি
এক ইঞ্চি ভূমিও ছাড়তে রাজি নই ।