১) বেকার:
লেখা-পড়া শেষ, চাকুরী নেই
বাড়িতে ছোট তিনটে ভাই-বোন, মায়ের চোখে জল;
রিক্সা চালাবো ? চাকার গতিতে
যদি লাগিয়ে দিই ব্যাটারী-মটর;
কায়িক শ্রম নেই, রিক্সা চলবে গড়-গড়িয়ে...
জীবনের সাথে যৌবন, ইজি বাইকে দীর্ঘ পথ...
মাধবী, তুই ক্ষমা করিস !
২) তেজপাতা:
দুঃস্বপ্নের রাত, ভোর বেলায় অফিস ।
ভয়, শঙ্কা, গেট থেকে বিদায় !
ষাঁড়ের ল্যাদায় শুধু বাড়তি আবর্জনা
মোবাইল বন্ধ, কোথাও যাবনা
উন্নয়নের তেজপাতা ভেসে যাক পদ্মা যমুনা...
মুঠোভর্তি তিল, যদি তাল হয়ে যায় !