১)
নির্মাণ কাজ চলছে, রাস্তা বন্ধ, হাতে-পায়ে ব্যথা
এখন হেঁটে যেতে হবে দীর্ঘ পথ...
বিকল্প রাস্তায় গাড়ীর বহর, ক্ষমতা, প্রয়োগ...
ফয়েজ সাহেবের ভীষণ ভয়, ওদিকে যাবেনা
দু'দিন আগে চোখ বেঁধে ঘুরিয়েছে পুরো ঢাকা শহর;
চব্বিশ ঘন্টা পর সরি । আপনি দেখতে জেএমবি'র মতো
এবং অপরাধ, মুখে দাড়ি আছে কেন ?
২)
বিদ্ধ করো, লালঘরে পাঠাও - প্রেম পাবেনা
ন্যাড়া মাথায় ঘোল ঢালবে ? ঢালো;
খেঁজুর কাঁটা দিয়ে চোখ তুলে নাও,
অন্ধকারে জনম দুঃখী ! তবু অধিকার দাও, স্বাধীনতা
সত্যের কাছে পরাজিত হবেনা ।