আকাশে মেঘ নেই, তবু থমথমে আবহাওয়া
সূর্য ডুবে গেলেই নামবে আঁধার ।
কাঁথা মুড়ি দিয়ে বসে আছে বিষন্নতা ।
কিছু রঙ বাতাসে মিলিয়ে যাবে
কিছু প্রেম নল-খাগড়ার বনে হারাবে দিশা ।
সন্ধ্যা প্রদীপ জ্বেলে গা ভাসিয়ে দেবো আনমনা
বলো, আমাকে কোথায় নিয়ে যাবে ?
আমি ইচ্ছের কাছে হারমানা ভাসমান শেওলা
আমার স্রোতের নির্দিষ্ট কোন দিক নেই ।